রাগাত্মিক পদ ।।
সহজ (১) সহজ, সবাই কহয়ে,
সহজ জানিবে কে।
তিমির অন্ধকার, যে হইয়াছে পার,
সহজ জেনেছে সে।।
চান্দের (২) কাছে, অবলা (৩) আছে,
সেই সে পিরীতি সার।
বিষে অমৃতেতে, মিলন একত্রে,
কে বুঝিবে মরম তার।।
বাহিরে তাহার, একটি দুয়ার,
ভিতরে তিনটি আছে।
চতুর হইয়া, দুইকে ছাড়িয়া,
থাকিবে একের কাছে।।
যেন আম্র ফল, অতি সে রসাল,
বাহিরে কুশী ছাল কষা।
ইহার আস্বাদন, বুঝে যেই জন,
করই তাহার আশা।।
অভাগিয়া কাকে, স্বাদু নাহি জানে,
মজয়ে নিম্বের ফলে।
রসিক কোকিলা, জ্ঞানের প্রভাবে,
মজয়ে চ্যূত মুকুলে।।
নবীন মদন, আছে এক জন,
গোকুলে তাহার থানা।
কামবীজ সহ, ব্রজ বধূগণ,
করে তার উপাসনা।।
সহজ কথাটী, মনে করি রাখ,
শুনলো রজক ঝি।
বাশুলী আদেশে, জানিবে বিশেষে
আমি আর বলিব কি।।
রূপ করূনাতে, পারিবে মিলিতে, (৪)
ঘুচিবে মনেরি ধান্দা।
কহে চণ্ডীদাস, পুরিবেক আশ,
তবে ত খাইবে সুধা।।(৫)
————–
(১) প্রণয়।
(২) \”চান্দ\”–কৃষ্ণচন্দ্র।
(৩) \”অবলা\”–গোপীগণ।
(৪) পাঠান্তর–\”আপনা বুঝিলে, লাখে এক মিলে\”–বি, প্রি, প।
(৫) বিভিন্ন পাঠ–\”চণ্ডীদাস বলে, পাবে হাতে হাতে, চারি অক্ষরে থাক বাঁধা।।\”-ঐ।
Leave a Reply