রাগাত্মিক পদ ।। রসিকা নাগরী রসের মরা। রসিক ভ্রমর প্রেম পিয়ারা।। অবলা মূরতি রসের বাণ। রসে ডুবু ডুবু করে পরাণ।। রসবতী সদা হৃদয়ে জাগে। দরশ বাঢ়ায়া পরশ মাগে।। দরশে পরশে রস প্রকাশ। চণ্ডীদাস কহে রস বিলাস।। Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাসপূর্ববর্তী:« রসিক রসিক সবাই কহয়ে কেহত রসিক নয়পরবর্তী:রসের কারণ রসিকা রসিক কায়াটি ঘটনে রস »
Leave a Reply