রাগাত্মিক পদ ।।
চণ্ডীদাসে কহে তুমি সে গুরু।
তুমি সে আমার কল্পতরু।।
যে প্রেম রতন কহিলে মোরে।
কি ধন রতনে তুষিব তোরে।।
ধন জন দারা সোঁপিনু তোরে।
দয়া না ছাড়িও কখন মোরে।।
ধরম করম কিছু না জানি।
কেবল তোমার চরণ মানি।।
এক নিবেদন তোমারে কব।
মরিয়া দোঁহেতে কি রূপ হব।।
বাশুলী কহিছে কহিব কি।
মরিয়া হইবে রজক ঝি।।
পুরুষ ছাড়িয়া প্রকৃতি হবে।
এ দেহ হয়ে নিত্যতে যাবে।।
চণ্ডীদাস প্রেমে মূর্চ্ছিত হইলা।
বাশুলী চলিয়া নিত্যতে গেলা।।
Leave a Reply