ভাব সম্মিলন ।। ভূপালী ।। (শ্রী্রাধিকার উক্তি)
বহুদিন পরে বঁধুয়া এলে।
দেখা না হইত পরাণ গেলে।।
এতেক সহিল অবলা বলে।
ফাটিয়া যাইত পাষাণ হলে।।
দুখিনীর দিন দুঃখেতে গেল।
মথুরা নগরে ছিলে ত ভাল?
এ সব দুঃখ গেল হে দূরে।
হারাণ রতন পাইলাম কোরে।।
এখন কোকিল আসিয়া করুক গান।
ভ্রমরা ধরুক তাহার তান।।
মলয় পবন বহুক মন্দ।
গগণে উদয় হউক চন্দ।।
বাশুলী আদেশে কহে চণ্ডীদাসে।
দুঃখ দূরে গ্লে সুখ বিলাসে।।
Anup Kumar ghosb
ভক্তিগীতি
অনুপ কুমার ঘোষ
কদম্বে হেলান দিয়া
করে মোহন বংশী লইয়া
শ্যাম নাগর তুলিয়াছে সুর।
সেই শুনিয়া মোর প্রাণে
কী হইতেছে কেবা জানে_
বক্ষ খালি করিছে দুরু-দুর।
কী হইল কী হইল শখী
খুলে ও খোলেনা আঁখি
সারা দেহ হইতেছে অসাড়।
কী আছে ঐ শ্যামের গানে
কেন মোরে হেথায় আনে_
গৃহ ছাড়া হই বারংবার।
মোর গৃহে আছে পতি
চরণে তার রাখি মতি
_ কেন তবে এমন ও আবেশ?
অনুপ কৃষ্ণ দাস বলে _
ডুবিয়াছো হে প্রেম-জলে
তাই রাধে ভিজিয়াছে কেশ।