মাধুর ।। বেলাবলী ।।
রাই\’র দশা সখীর মুখে।
শুনিয়া নাগর মনের দুখে।।
নয়নের জলে বহয়ে নদী।
চাহিতে চাহিতে হরল সুধী।।
অব্ যতনে ধৈরজ ধরি।
বরজ গমন ইচ্ছিল হরি।।
আগে আগুয়ান করিয়া তার।
সখী পাঠাওল করিয়া সার।।
\”এখনি আসিছি মথুরা হৈতে।
অথে আন ভাব না ভাব চিতে।।
অধিক উল্লাসে সখিনী ধায়।
বড়ু চণ্ডীদাস তাহাই গায়।।
————–
দশা – অবস্থা। সুধী – জ্ঞান; বুদ্ধি।
অব্ – পাঠান্তর–\”অনেক\”।-প, ক, ল।
আগুয়ান – অগ্রসর।
Leave a Reply