সে যে বৃষভানু সুতা। মরমে পাইয়া ব্যথা।। সজল নয়ান হৈয়া। রহে পথপানে চাইয়া। ফুল শেজ বিছাইয়া। রহয়ে ধেয়ানী হৈয়া।। উজর চাঁদনি রাতি। মন্দিরে রতন বাতি।। কহে সব ভেল আন। কাহে না মিলল কান।। সকল বিফল হৈল। আধ রজনী গেল।। শ্যাম বঁধুয়ার পাশ। চলু বড়ু চণ্ডীদাস।।
————–
বিপ্রলব্ধা ।। সুহিনী ।।
রহয়ে ধেয়ানী হৈয়া – মৌনী হইয়া রহে। চলু – চলিল।
Leave a Reply