শ্যামের পিরীতি, মূরতি হইলে,
তবে কি পরাণ ফলে!
পরাণ পিরীতি, সমান করিলে,
কে তারে জীয়ন্ত বলে?
যদি হায় শ্যাম, বঁধু লাগি পাউ,
তবে সে এ দুখ দুটে।
আন মত গুণি, মনের আগুণি,
ঝলকে ঝলকে উঠে।।
পরাণ রতন, পিরীতি পরশ,
জুকিনু হৃদয় তুলে।
পিরীতি রতন, অধিক হইল,
পরাণ উঠিল চুলে।।
জাতি কুল বলি, দিনু জলাঞ্জলি,
আর সতী চরচাতে।
তনু ধন জন, জীবন যৌবন,
নিছিনু কালা পিরীতে।।
হিয়ায় রাখিব, কারে না কহিব,
পরাণে পরাণ যোড়া।
কি জানি কি ক্ষণে, কি দিয়া কি কৈল,
মরিলে না যায় ছাড়া।।
তিলেকে মরিয়ে, যদি না দেখিয়ে,
শয়নে স্বপনে বন্ধু।
কহে চণ্ডীদাস, মরমে রহল,
পিরীতি অমিয়া সিন্ধু।।
————–
অনুরাগ।–আত্ম প্রতি ।। শ্রীরাগ ।।
পাউ – পাই।
পরাণ রতন, পিরীতি পরশ – পাঠান্তর–\”পরাণ সমান, পিরীতি রতন\”।-প, ক, ত।
Leave a Reply