ধাতা কাতা বিধাতার কপালে দিয়াছি ছাই।
জনন হৈতে একা কৈল দোসর দিল নাই।।
না দিল রসিক মূঢ়, পুরুষের সনে।
এমতি আছয়ে ত এ পাপ বিধানে।।
যার লাগি প্রাণ কাঁদে তার নাই দেখা।
এ পাপ করমে মোর এমতি লেখা জোকা।।
ঘর দুয়ারে আগুণ দিয়া যাব দূর দেশে।
আরতি পূরিবে কহে দ্বিজ চণ্ডিদাসে।।
————–
অনুরাগ।–আত্ম প্রতি ।। বিহাগড়া ।।
ধাতা কাতা বিধাতার কপালে দিয়াছি ছাই – পাঠান্তর–\”ধাতা কাতা বিধাতার বিধানে দিয়াছি ছাই\”।-প, ক, ত।
Leave a Reply