এ দেশে বসতি নৈল যাব কোন্ দেশে।
যার লাগি প্রাণ কাঁদে তারে পাব কিসে?
বল না উপায় সই বল না উপায়।
জনম অবধি দুকঝ রহল হিয়ায়।।
তিতা কৈল দেহ মোর ননদী বচনে।
কত না সহিব জ্বালা ও পাপ পরাণে।।
বিষ খায়া দেহ যাবে রব রবে দেশে।
বাশুলী আদেশে কহে দ্বিজ চণ্ডীদাসে।।
————–
অনুরাগ।–সখী সম্বোধনে ।। সিন্ধুড়া ।।
নৈল – পাঠান্তর–\”নাহি\”। প্রা, কা, সং।
ননদী বচনে – পাঠান্তর–\”ননদীর রোলে\”। প, ক ত।
পাপ পরাণে – পাঠান্তর–\”শাশুড়ীর বোলে\”। ঐ।
Leave a Reply