যাইতে জলে, কদম্বতলে,
ছলিতে গোপের নারী।
কালিয়া বরণ, হিরণ পিঁধন,
বাঁকিয়া রহিল ঠারি।।
মোহন মুরলী হাতে।
যে পথে যাইবে, গোপের বালা,
দাঁড়াইল সেই পথে।।
\”যাও আন বাটে, গেলে এ ঘাটে,
বড়ই বাধিবে লেঠা।\”
সখী কহে \”নীতি, এ পথে যাই,
আজি ঠেকাইবে কেটা?\”
হয় বোলা বুলি, করে ঠেলাঠেলি,
হৈল অরাজক পারা।
চণ্ডীদাস কহে, কালিয়া নাগর,
ছি ছি! লাগে মরি মোরা।
————–
শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য ।। ধানশী ।।
ঠারি – দাঁড়াইয়া। আন বাটে – অন্যপথে। বোলা বুলি – বলাবলি।
Leave a Reply