আজু বিরহভাবে গৌরাঙ্গ-সুন্দর।
ভূমে গড়ি কান্দে বলে কাঁহা প্রাণেশ্বর।।
পুন মূরছিত ভেল অতি ক্ষীণ শ্বাস।
দেখিয়া লোকের মনে বড় হয় ত্রাস।।
উচ করি ভকত করল হরি-বোল।
শুনিয়া চেতন পাই আখি ঝরু লোর।।
ঐছন হেরইতে কান্দে নরনারী।
রাধামোহন মরু যাউ বলিহারি।।
———————
বিরহখিন্ন গৌরাঙ্গ ।। রাধামোহন ঠাকুর ।।
Leave a Reply