মঞ্জু বিকচকুসুমপুঞ্জ
মধুপ শবদ গুঞ্জগুঞ্জ
কুঞ্জরগতি-গঞ্জি গমন
মঞ্জুল কুলনারী।
ঘনগঞ্জন চিকুরপুঞ্জ
মানতীফুলমালে রঞ্জ
অঞ্জনযুত কঞ্জনয়নী
খঞ্জনগতি-হারি।।
কাঞ্চনরুচি রুচির অঙ্গ
অঙ্গে অঙ্গে ভরু অনঙ্গ
কিঙ্কিণী করকঙ্কণ মৃদু
ঝঙ্কৃত মনোহারী।
নাচত যুগ ভুরু-ভুজঙ্গ
কালিদমনদমন রঙ্গ
সঙ্গিনী সব রঙ্গে পহিরে
রঙ্গিন নীলশারী।।
দশন কুন্দকুসুমনিন্দু
বদন জিতল শরদ-ইন্দু
বিন্দু বিন্দু ছরমে ঘরমে
প্রেমসিন্ধু প্যারী।।
ললিতাধরে মিলিত হাস
দেহদীপতি তিমিত নাশ
নিরখি রূপ রসিক ভূপ
ভুলল গিরিধারী।।
অমরাবতী-যুবকিবৃন্দ
হেরি হেরি রূপ পড়ল ধন্দ
মন্দমন্দ-হসনা নন্দ-
নন্দনসুখকারি।।
মণিমাণিক নখ বিরাজ
কনকনূপুর মধুর বাজ
জগদানন্দ থলজলরূপ-
চরণক বলিহারি।।
——————————
রাসাভিসারিণী রাধা ।। জগদানন্দ ঠাকুর ।।
Leave a Reply