আমার শপতি লাগে না ধাইহ ধেনুর আগে
পরাণের পরাণ নীলমণি।
নিকটে রাখিহ ধেনু পুরিহ মোহন বেণু
ঘরে বসি আমি যেন শুনি।।
বলাই ধাইবে আগে আর শিশু বামভাগে
শ্রীদাম সুদাম সব পাছে।
তুমি তার মাঝে ধাইয় সঙ্গছাড়া না হইয়
মাঠে বড় রিপুভয় আছে।।
ক্ষুধা হৈলে লৈয়া খাইহ পথে পানে চাহি যাইহ
অতিশয় তৃণাঙ্কুর পথে।
কারু বোনে বড় ধেনু ফিরাইতে না যাইহ কানু
হাত তুলি দেহ মোর সাথে।।
থাকিবে তরুর ছায় মিনতি করিছে মায়
রবি যেন না লাগয়ে গায়।
যাববেন্দ্র সঙ্গে লইহ বাধা-পানই সাথে থুইহ
বুঝিয়া যোগাইবে রাঙ্গা পায়।।
——————————
যশোদা-বাৎসল্য ।। যাদবেন্দ্র ।।
Leave a Reply