জিতি কুঞ্জর- গতি মন্থর
চলত সো বরনারী।
বংশীবট যাবট তট
বনহি বন হেরি।।
মদন-কুঞ্জে শ্যামকুণ্ড-
রাধাকুণ্ড-তীরে।
দ্বাদশ বন হেরত সঘন
শৈলহুঁ কিনারে।।
যাহা ধেনু সব করতেতহি রব
তাহি চলত জোরে।
শ্রীদাম সুদাম মধুমঙ্গল
দেখত বলবীরে।।
যমুনাকূলে নীপহিঁ মূলে
লুঠত বনয়ারী।
চন্দ্রশেখর ধুলিধূসর
কহত প্যারী প্যারী।।
——————————
দূতী-সংবাদ ।। চন্দ্রশেখর ।।
Leave a Reply