‘ধৈর্য্যং রহু ধৈর্য্যং রহু
গচ্ছং মথুরায়ে
ঢূঁড়ব পুরী পতি-প্রতীক্ষে
যাহাঁ দরশন পাওয়ে।।’
‘অতি ভদ্রং অতি ভদ্রং
শীঘ্রং কুরু গমনা।’
অবিলম্বে মথুরাপুরী
প্রবেশ করিল ললনা।।
এক রমণী অল্পবয়সী
নিজপ্রয়োজন পূছে।
‘নন্দ-জাত কৃষ্ণ খ্যাত
কাহার ভবনে আছে।।’
শুনি সো ধনী কহই বাণী
‘সো কাহাঁ ইহাঁ আঅব।
বসুদৈবকী-সুত কৃষ্ণ খ্যাত
কংস-রিপু মাধব।।’
‘সোই সোই কোই কোই
দরশনে মঝু আসা।’
গোকুলচন্দ্র কহে— ‘যাও যাও
ওই যে উচ্চ বাসা।।’
———————
মাথুর-সখীসংবাদ ।। গোকুলচন্দ্র ।।
Alam Khan
অর্থ তো বুঝলাম না !