পরাণ-পিয়া সখি হামারি প্রিয়া।
অবহু না আওল কুলিশ-হিয়া।।
নখর খোয়ায়লুঁ দিবস লেহি লেখি
নয়ন আন্ধুয়া ভেল পিয়া-পথ দেখি।।
যব হাম বালা পিয়া পরিহরি গেল।
কিয়ে দোষ কিয়ে গুণ বুঝই না ভেল।।
অব হাম তরিণী বুঝলুঁ রসভাস।
হেন জল নাহি যে কহয়ে পিয়া-পাশ।।
বিদ্যাপতি কহ ঐছন প্রীত।
গোবিন্দদাস কহ ঐছন রীত।।
–বিদ্যাপতি ও গোবিন্দদাস কবিরাজ
Leave a Reply