প্রেমক অঙ্কুর জাত আত ভেল
না ভেল যুগল পলাশা।
প্রতিপদ চাঁদ উদয় যৈছে যামিনী
সুখ-লব ভৈ গেল নৈরাশা।।
সখি হে অব মোহে নিঠুর মাধাই।
অবধি রহল বিছুরাই।। ধ্রু ।।
কো জানে চান্দ চকোরিণী বঞ্চব
মাধবী মধুপ সুজান।
অনুভবি কানু পিরীতি অনুমানিয়ে
নিঘটিত বিহি-নিরমাণ।।
পাপ পরাণ আন নাহি জানত
কানু কানু করি ঝুর।
বিদ্যাপতি কহ নিকরুণ মাধব
গোবিন্দদাস রসপুর।।
— বিদ্যাপতি ও গোবিন্দদাস কবিরাজ
Leave a Reply