পৌখলী রজনী পবন বহে মন্দ।
চৌদিশে হিম হিমকর করু বন্ধ।।
মন্দিরে রহত সবহুঁ তনু কাঁপ।
জগরন শোয়নে নয়ন রহুঁ ঝাপ।।
এ সখি হেরি চমক মোহে লাই।
ঐছে সময়ে অভিসারল রাই।। ধ্রু ।।
পরিহরি তৈছন সুখময় শেজ।
উচকুচ কুঞ্চক ভরমহি তেজ।।
ধবলিম কুঞ্জে লখই নাহি গোই।
চললিহ কুঞ্জে লখই নাহি কোই।।
কমলচরণ তুহিনে নাহি দলই।
কণ্টক-বাটে কতিহুঁ নাহি টলই।।
গোবিন্দদাস কহ ইথে কি সন্দেহ।
কিযে বিঘিনি যাঁহা নূতন নেহ।।
পূর্ববর্তী:
« পুরুষ প্রকৃতি দোঁহে এক রীতি সে রতি সাধিতে হয়
« পুরুষ প্রকৃতি দোঁহে এক রীতি সে রতি সাধিতে হয়
পরবর্তী:
প্রথম পহর নিশি সুস্বপন রাশি »
প্রথম পহর নিশি সুস্বপন রাশি »
Leave a Reply