চিকুরে চোরায়সি চামর-কাঁতি।
দশনে চোরায়সি মোতিম-পাঁতি।।
অধরে চোরায়সি সুরঙ্গ পোঙার।
চরণে চোরায়সি কুঙ্কুম-ভার।।
এ গজগামিনী তু বড়ি সেয়ান।
বলে ছলে বাঁচছি গিরিধর দান।। ধ্রু ।।
কনয়-কলস ঘনরস ভরি তাই।
হৃদয়ে চরায়সি আঁচরে ঝাঁপাই।।
তেঞি অতি মন্থর চরণ-সঞ্চার।
কোণ তেজব তোহে বিহনি বিচার।।
সুবল লেহ তুহুঁ গো-রস দান।
রাই করব অব কুঞ্জে পয়াণ।।
তাঁহা বৈঠল মনমথ মহারাজ।
গোবিন্দদাস কহ পড়োল অকাজ।।
পূর্ববর্তী:
« চাঁদমুখে দিয়া বেণু নাম লৈয়া সব ধেনু
« চাঁদমুখে দিয়া বেণু নাম লৈয়া সব ধেনু
Leave a Reply