ধরি সখী-আঁচরে ভই উপচঙ্ক।
বইঠে না বইঠয়ে হরি-পরিযঙ্ক।।
চলইতে আলি চলই পুন চাহ।
রস-অভিলাষে আগোরল নাহ।।
লুবুধল মাঘব মুগধিনী নারী।
ও অতি বদ্গধ এ অতি গোঙারী।।
পরশিতে তরসি করহি কর ঠেলই।
হেরইতে বয়ন নয়নজলে খলই।।
হঠ পরিরম্ভণে থরথরি কাঁপ।
চুম্বনে বদন পটাঞ্চলে ঝাপ।।
শূতলী-ভীত-পুতলী সম গোরী।
চীত-নলিনী অলি রহই আগোরি।।
গোবিন্দদাস কহই পরিণাম।
রূপকে কূপে মগন ভেল কাম।।
পূর্ববর্তী:
« ধরি নাপিতিনী বেশ মহলেতে পরবেশ যেখানেতে বসিয়াছে রাই
« ধরি নাপিতিনী বেশ মহলেতে পরবেশ যেখানেতে বসিয়াছে রাই
পরবর্তী:
ধাতা কাতা বিধাতার কপালে দিয়াছি ছাই »
ধাতা কাতা বিধাতার কপালে দিয়াছি ছাই »
Leave a Reply