নবদ্বীপ
গৌরচন্দ্রের উদয়ের আগে
(শ্রী চৈতন্য ভাগবত)
নবদ্বীপ হেন গ্রাম ত্রীভূবনে নাঞি |
যহি অবতীর্ণ হৈলা চৈতন্য গোসাঞি ||
অবতরিবেন প্রভু জানিয়া বিধাতা |
সকল সম্পূর্ণ করি থুইলেন তথা ||
নবদ্বীপের সম্পত্তি কে বর্ণিবারে পারে |
একো গঙ্গাঘাটে লক্ষ লোক স্নান করে ||
নানা দেশ হৈতে লোক নবদ্বীপে যায় |
নবদ্বীপে পঢ়িলে সে বিদ্যারস পায় ||
রমা-দৃষ্টিপাতে সর্বলোক সুখে বসে |
ব্যর্থ কাল যায় মাত্র ব্যবহার রসে ||
কৃষ্ণনাম ভক্তিশূণ্য সকল সংসার |
প্রথম কলিতে হৈল ভবিষ্য-আচার ||
\”ধর্ম-কর্ম\” লোক সভে এইমাক্ত্র জানে |
মঙ্গলচণ্ডীর গীতে করে জাগরণে ||
দম্ভকরি বিষহরি পূজে কোন জনে |
পুত্তুলি করয়ে কেহ দিয়া বহু ধনে ||*
ধন নষ্ট করে কন্যার বিভায়ে |
এই সব রত আর কিছু না জানয়ে ||
যেবা ভট্টাচার্য চক্রবর্তী মিশ্র সব |
তাহারাও না জানয়ে গ্রন্থ-অনুভব ||
শাস্ত্র পড়াইয়া সভে এই কর্ম করে |
শ্রোতার সহিতে যম-পাশে বন্দী মরে ||
না বাখানে যুগধর্ম কৃষ্ণের কীর্তন |
দোষ বহি গুণ কারো না করে কথন ||
যেবা সব বিরক্ত-তপস্বী অভিমানী |
তা\’সভার মুখেও নাহিক হরিধ্বনি ||
অতি বড় সুকৃতী সে স্নানের সময় |
\”গোবিন্দ পুণ্ডরীকাক্ষ\” নাম উচ্চারয়ে ||
গীতা-ভাগবতে যে যে জনে বা পঢ়ায়ে |
ভক্তির ব্যাখ্যান নাহি তাহার জিহ্বায়ে ||
এইমত বিষ্ণুমায়া-মোহিত সংসার |
দেখি ভক্ত সব দুঃখ ভাবেন অপার ||
কেমতে এসব জীব পাইবে উদ্ধার |
বিষয়-সুখেতে সব মজিল সংসার ||
বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম |
নিরবধি বিদ্যকূল করেন ব্যাখ্যান ||
স্বকার্য করেন সব ভাগবতগণ |
কৃষ্ণপূজা গঙ্গাস্নান কৃষ্ণের কথন ||
সভে মেলি জগতেরে করে আশীর্বাদ |
শীঘ্র রুদ্রচন্দ্র করো সভারে প্রসাদ ||
________________________________________
* বাশুলী পূজয়ে কেহো নানা-উপচারে |
মদ্য মাংসা দিয়া কেহ যক্ষ পূজা করে ||
নিরবধি নৃত্য-গীত-বাদ্য-কোলাহল |
না শুনে কৃষ্ণের নাম পরম মঙ্গল ||
Leave a Reply