ব্রজবাসীগণ কান্দে ধনু-বৎস শিশু |
কোকিল ময়ূর কান্দে যত নৃগ পশু ||
শোদা রোহিণী দেহ ধরণে না যায় |
সবে মাত্র বলরাম প্রবোধে সভায় ||
নন্দ উপানন্দ আদি যত গোপগণ |
ধাইয়া চলয়ে বিষ করিতে ভক্ষণ ||
শ্রীদাম সুদাম আদি যত সখাগণ |
সবে বলে বিষজল করিব ভক্ষণ ||
বলরাম রাখে সভায় প্রবোধ করিয়া |
এখনি উঠিছে কালী-দমন করিয়া ||
পূর্ববর্তী:
« ব্রজকুল বাল রাজ পথে আইল লইয়া ধেনুর পাল
« ব্রজকুল বাল রাজ পথে আইল লইয়া ধেনুর পাল
Leave a Reply