অন্তরে জানিয়া নিজ অপরাধ |
করজোড়ে মাধব মাগে পরসাদ ||
নয়নে গরয়ে লোর গদগদ বাণী |
রাইক চরণে পসারল পাণি ||
চরণযুগল ধরি করু পরিহার |
রোই রোই বচন কহই ন পার ||
মানিনী ন হেরই নাহ-বয়ান |
পদতলে লুঠই নাগর কান ||
চরণ ঠেলি জনি যাওত রাই |
বলরাম দাস কানু-মুখ চাই ||
পূর্ববর্তী:
« অনেক সাধের পরাণ বঁধুয়া নয়ানে লুকায়ে থোব
« অনেক সাধের পরাণ বঁধুয়া নয়ানে লুকায়ে থোব
পরবর্তী:
অব মথুরাপুর মাধব গেল »
অব মথুরাপুর মাধব গেল »
Leave a Reply