এ সখি হামারি দুখের নাহি ওর।
এ ভরা বাদর মাহ ভাদর
শূন্য মন্দির মোর ||৩||
ঝঞঝা ঘন গরজন্তি সন্ততি
ভুবন ভরি বরিখিন্তিয়া।
কান্ত পাহুন কাম দারুণ
সঘনে খর শর হন্তিয়া ||৭||
কুশিল শত শত পাত-মোদিত
মূর নাচত মাতিয়া।
মত্ত দাদুরী ডাকে ডাহুকী
ফাটি যাওত ছাতিয়া ||১১||
তিমির ভরি ভরি ঘোর যামিনী
থির বিজুরি পাঁতিয়া।
বিদ্যাপতি কহ কৈছে গোঙায়বি
হরি বিনে দিন রাতিয়া ||১৫||
পাঠকের সংশোধন –
কুশিল হবে না, কুলিশ হবে অর্থ বিজলী
Deepika Palit.
অনন্য সুন্দর মনোমুগ্ধকর।
Dibakar Purkayastha
কুশিল হবে না, কুলিশ হবে অর্থ বিজলী