অঙ্কুর তপন- তাপে যদি জারব
কি করব বারিদ মেহে |
এ নব যৌবন বিরহে গোঙায়ব
কি করব সো পিয়া-লেহে ||
হরি হরি কো ইহ দৈব দুরাশা |
সিন্ধু নিকটে যদি কণ্ঠ শুকায়ব
কো দূর করব পিয়াসা ||
চন্দন-তরু যব সৌরভ ছোড়ব
শশধর বরিখব আগি |
চন্তামণি যব নিজগুণ ছোড়ব
কি মোর করম অভাগি ||
শ্রাবণ মাহ ঘন বিন্দু না বরিখব
সুরতরু ঝাঁঝকি ছন্দে |
গিরিধর সেবি ঠাম নাহি পাওব
বিদ্যাপতি রহু ধন্ধে ||
পূর্ববর্তী:
« অগৌর চন্দন চুয়া দিব কার গায়
« অগৌর চন্দন চুয়া দিব কার গায়
পরবর্তী:
অঙ্গ পুলকিত মরম সহিত অঝরে নয়ন ঝরে »
অঙ্গ পুলকিত মরম সহিত অঝরে নয়ন ঝরে »
Leave a Reply