অব মথুরাপুর মাধব গেল |
গোকুল-মাণিক কো হরি নেল ||
গোকুলে উছলল করুণাক রোল |
নয়ন-জলে দেখ বহয়ে হিলোল ||
শূন ভেল মন্দির শূন ভেল নগরী |
শূন ভেল দশ দিন শূন ভেল সগরি ||
কৈছনে যায়ব যমুনা-তীর |
কৈছে নেহারব কুঞ্জ-কুটির ||
সহচরী সঞে যাঁহা কয়ল ফুল-খেরি |
কৈছনে জীয়ব তাহি নেহারি ||
বিদ্যাপতি কহে কর অবধান |
কৌতুকে ছাপি তঁহি রহু কান ||
পূর্ববর্তী:
« অন্তরে জানিয়া নিজ অপরাধ
« অন্তরে জানিয়া নিজ অপরাধ
পরবর্তী:
আএল ঋতুপতি রাজ বসন্ত (বসন্তোদয়) »
আএল ঋতুপতি রাজ বসন্ত (বসন্তোদয়) »
Supriya Biswas
Ai pod tir rochoita ke?
Bangla Library
বিদ্যাপতি