কমল-দল আঁখি রে কমল-দল আঁখি |
বারেক বাহুড় তোমার চাঁদ-মুখ দেখি || ধ্রু ||
যে সব করিলে কেলি গেল বা কোথায় |
সোঙারিতে দুখ উঠে কি করে উপায় ||
আঁখির নিমিখে মোরে হারা হেন বাসে |
এমন পিরিতি ছাড়ি গেলা দূর-দেশে ||
প্রাণ করে ছটফট নাহিক সম্বিত |
নরোত্তমদাস-পহুঁ কঠিন চরিত ||
পূর্ববর্তী:
« কন্টক গাড়ি কমলসম পদতল (দুশ্চর সাধনা)
« কন্টক গাড়ি কমলসম পদতল (দুশ্চর সাধনা)
Leave a Reply