গৌরাঙ্গ বলিতে হবে পুলকশরীর |
হরি হরি বলিতে নয়নে বহে নীর ||
আর কবে নিতাইচাঁদ করুণা করিবে |
সংসারবাসনা মোর কবে তুচ্ছ হবে ||
বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন |
কবে হাম হেরব শ্রীবৃন্দাবন ||
রীপ-রঘুনাথ বলি হইবে আকূতি |
কবে হাম বুঝব সে যুগল-পিরিতি ||
রূপ রঘুনাথ-পদে রহু মোর আশ |
প্রার্থনা করয়ে সদা নরোত্তমদাস ||
পূর্ববর্তী:
« গোরা-গুণে প্রাণ কান্দে কি বুদ্ধি করিব
« গোরা-গুণে প্রাণ কান্দে কি বুদ্ধি করিব
Joyonto Roy
It’s wonderful kirton ❤️
Sanjoy
Nic