তনু তনু মিলনে উপজল প্রেম |
মরকত যৈছন বেঢ়ল হেম ||
কনক-লতায় জনু তরুণ তমাল |
নব জলধরে জনু বিজুরী রসাল ||
কমলে মধুপ পাওল যেন সঙ্গ |
দুহুঁ তনু পুলকিত প্রেম তরঙ্গ ||
মুখ অধরামৃত দুহুঁ করু পান |
গোবিন্দদাস দুহুঁক গুণ গান ||
পূর্ববর্তী:
« জিতি কুঞ্জর- গতি মন্থর চলত সো বরনারী।
« জিতি কুঞ্জর- গতি মন্থর চলত সো বরনারী।
পরবর্তী:
তাহারে বুঝাই সই পেলে তার লাগি »
তাহারে বুঝাই সই পেলে তার লাগি »
Leave a Reply