মেঘ যামিনি চললি কামিনি
পহিরি নীল নিচোল রে |
সঙ্গে নায়ক কুসুম-শায়ক
ছোড়ি মঞ্জির লোল রে ||
গুরুয়া কুচ-ভরে চল উলট-পদ
পীন জঘনক ভার রে |
হেরি দামিনি ফটিক তরু জানি
চমকি ধরু নিরধার রে ||
দেখি ফণি-মণি দীপ জলু জানি
বাম কর দেই ঝাঁপি রে |
জানি যুবতী এহি ফণি-পতি
সঘনে তনু ওঠে কাঁপি রে ||
প্রাণ-বল্লভ ভেটল দুর্লভ
পুরল মনমথ আশ রে |
ঐছন পাই গেহ সফল করু দেহ
বদত গোবিন্দদাস রে ||
পূর্ববর্তী:
« মুরলীর স্বরে রহিবে কি ঘরে গোকুল যুবতীগণে
« মুরলীর স্বরে রহিবে কি ঘরে গোকুল যুবতীগণে
পরবর্তী:
যখন নাগর পিরীতি করিলা সুখের না ছিল ওর »
যখন নাগর পিরীতি করিলা সুখের না ছিল ওর »
Leave a Reply