যাঁহা পহু অরুণ-চরণে চলি যাত |
তাঁহা তাঁহা ধরণি হইয়ে মঝু গাত ||
যো সরোবরে পহুঁ নিতি নিতি নাহ |
হাম ভরি সলিল হোই তথি মাহ ||
এ সখি বিরহ-মরণ নিরদন্দ |
ঐছে মিলই যব গোকুলচন্দ ||
যো দরপণে পহুঁ নিজ মুখ চাহ |
মঝু অঙ্গ জ্যোতি হোই তথি মাহ ||
যো বীজনে পহুঁ বীজই গাত |
মঝু অঙ্গ তাহি হোই মৃদু বাত ||
যাঁহা পহুঁ ভরমই জলধর শ্যাম |
মঝু অঙ্গ গগন হোই তছু ঠাম ||
গোবিন্দদাস কহ কাঞ্চন-গোরি |
সো মরকত-তনু তোহে কিয়ে ছোড়ি ||
পূর্ববর্তী:
« যমুনার তীরে সবে যায় নানা রঙ্গে
« যমুনার তীরে সবে যায় নানা রঙ্গে
পরবর্তী:
যাইতে জলে কদম্বতলে ছলিতে গোপের নারী »
যাইতে জলে কদম্বতলে ছলিতে গোপের নারী »
Leave a Reply