মনের মরম কথা তোমারে কহিয়ে এথা
শুন শুন পরাণের সই।
স্বপনে দেখিলুঁ যে শ্যামবরণ দে
তাহা বিনু আর কারো নই।।
রজনী শাঙন ঘন ঘন দেয়া গরজন
ঝনঝন-শবদে বরিষে।
পালঙ্কে শয়ান-রঙ্গে বিগলিত-চীর-অঙ্গে
নিন্দ যাই মনের হরিষে।।
শিখরে শিখণ্ড-রোল মত্ত দাদুরি-বোল
কোকিল কুহরে কুতূহলে।
ঝিঁঝা ঝিনিকি বাজে ডাহুকী সে গরজে
স্বপন দেখুলুঁ হেনকালে।।
মরমে পৈঠল সেহ হৃদয়ে লাগল দেহ
শ্রবণে ভরল সেই বাণী।
দেখিয়া তাহার রীত যে করে দারুণ চিত
ধিক রহু কুলের কামিনী।।
রূপে গুণে রসসিন্ধু মুখছটা জিনি ইন্দু
মানতীর মালা গলে দোলে।
বসি মোর পদতলে গায়ে হাত দেই ছলে
আমি কিন বিকাইলুঁ–বোলে।।
কিবা সে ভুরুর ভঙ্গ ভূষন-ভূষিত অঙ্গ
কাম মোহে নয়ানের কোণে।
হাসি হাসি কথা কয় পরাণ কাড়িয়া লয়
ভুলাইতে কত রঙ্গ জানে।।
রসাবেসে দেই কোল মুখি নাহি সরে বোল
অধরে অধর পরশিল।
অঙ্গ অবশ ভেল লাজ ভয় মান গেল
জ্ঞানদাস ভাবিলে লাগিল।।
————————
স্বপ্নসমাগম ।। জ্ঞানদাস।।
Leave a Reply