(শ্রীরাধার বয়ঃসন্ধি)
শৈশব যৌবন দুহু মিলি গেল ।
শ্রবণক পথ দুহু লোচন লেল ।। ১ ।।
বচনক চাতুরী লুহু লুহু হাস ।
ধরণীয়ে চাঁদ করল পরগাস ।। ২ ।।
মুকুর লই অব করত সিঙ্গার ।
সখী পুছই কৈসে সুরত বিহার ।। ৩ ।।
নিরজনে উজর হেরই কত বেরি ।
হসইত অপন পয়োধর হেরি ।। ৪ ।।
পহিল বদরী সম পুন নবরঙ্গ ।
দিনে দিনে অনঙ্গ অগোরল অঙ্গ ।। ৫ ।।
মাধব পেখল অপরূব বালা ।
শৈশব যৌবন দুহু এক ভেলা ।। ৬ ।।
বিদ্যাপতি কহ তুহু অগেয়ানি ।
দুহু একযোগ ইহকে কহ সয়ানি ।। ৭ ।।
Leave a Reply