(শ্রীরাধার বয়ঃসন্ধি)
যেহে অবয়ব পুরুব সময় নিচর বিনু বিকার ।। ১ ।।
সে আবে যাহু তাহু দেখি ঝাপয় চিহ্নিমি ন বেবহার ।
কাহ্নু তুরিত শুনসি আয় ।। ২ ।।
রূপ দেখতে নয়ন ভুলল সরূপ তোরি দোহয় ।। ৩ ।।
শৈশব বাপু বহীরি ফেদায়ল যৌবনে গহল পাশ ।। ৪ ।।
যেও কিছু ধনী বিরুহ বোলয় সে সেও সুধাসম ভাস ।। ৫ ।।
যৌবন শৈশব খেদয় লাগল ছাড়ি দেহে মোর ঠাম ।। ৬ ।।
এতদিনে রস তোহে বিরসল অবহু নহি বিরাম ।। ৭ ।।
Leave a Reply