(বন্দনা)
নন্দক নন্দন কদম্বেরি তরুতলে ধীরে ধীরে মুরলি বলাব।। ১ ।।
সময় সঙ্কেত নিকেতন বইসল বেরি বেরি বোলি পাঠাব।। ২ ।।
সুন্দরি তোরা লাগি অনুখণে বিকল মুরারি।। ৩ ।।
যমুনাক তীর উপবন উদবেগল ফিরি ফিরি ততহি নিহারি।। ৪ ।।
গোরস বিকে অবইতে যাইতে জনি জনি পুছ বনমারি।। ৫ ।।
তোঁহে মতিমান সুমতি মধুসূদন বচন শুনহ কিছু মোরা।। ৬
ভনই বিদ্যাপতি শুন বরযৌবতি বন্দহ নন্দকিশোরা।। ৭ ।।
Leave a Reply