(শ্রীরাধার বয়ঃসন্ধি)
খেলত ন খেলত লোক দেখি লাজ ।
হেরত ন হেরত সহচরী মাঝ ।। ১ ।।
শুন শুন মাধব তোরি দোহাই ।
বড় অপরূপ আজু পেখল রাই ।। ২ ।।
মুখরুচি মনোহর অধর সুরঙ্গ ।
ফুটল বান্দুলি কমলক সঙ্গ ।। ৩ ।।
লোচনযুগল ভৃঙ্গ অকার ।
মধু মাতল কিয়ে উড়ই ন পার ।। ৪ ।।
ভাঙক ভঙ্গিম থোরি জনু ।
কাজরে সাজল মদন ধনু ।। ৫ ।।
ভণই বিদ্যাপতি দোতিক বচনে ।
বিকশল অঙ্গ ন যাওত ধরণে ।। ৬ ।।
Leave a Reply