(শ্রীরাধার বয়ঃসন্ধি)
ক্ষণে ক্ষণে নয়ন কোণ অনুসরই ।
ক্ষণে ক্ষণে বসন ধুলি তনু ভরই ।। ১ ।।
ক্ষণে ক্ষণে দশনছটাছট হাস ।
ক্ষণে ক্ষণে অধর আগে করু বাস ।। ২ ।।
চৌঙকি চলয়ে ক্ষণে ক্ষণে চলু মন্দ ।
মনমথ পাঠ পহিল অনুবন্ধ ।। ৩ ।।
হৃদয়জ মুকুলি হেরি থোর থোর ।
ক্ষণে আঁচর দেই ক্ষণে হোয় ভোর ।। ৪ ।।
বালা শৈশব তারুণ ভেট ।
লখই না পারিয় জেঠ কনেঠ ।। ৫ ।।
বিদ্যাপতি কহ শুন বরকান ।
তরুণিম শৈশব চিহ্নই না জান ।। ৬ ।।
Leave a Reply