(শ্রীরাধার বয়ঃসন্ধি)
কিছু কিছু উতপতি অঙ্কুর ভেল ।
চরণ চপল গতি লোচন লেল ।। ১ ।।
অব সবখণ রহু আঁচরে হাত ।
লাজে সখীগণে না পুছয়ে বাত ।। ২ ।।
কি কহব মাধব বয়স কি সন্ধি ।
হেরইতে মনসিজ মন রহু বন্দী ।। ৩ ।।
তইও কাম হৃদয়ে অনুপাম ।
রোয়ল ঘট উঠল কয় ঠাম ।। ৪ ।।
শুনইব রসকথা থাপয়ে চিত ।
যৈসে কুরঙ্গিণী শুনই সঙ্গীত ।। ৫ ।।
শৈশব যৌবনে উপজল বাদ ।
কোই না মানয়ে জয় অবসাদ ।। ৬ ।।
বিদ্যাপতি কৌতুক বলিহারি ।
শৈশব সে তনু ছোড় নহি পারি ।। ৭ ।।
Leave a Reply