(শ্রীরাধার বয়ঃসন্ধি)
কি আরে নব যৌবন অভিরামা।
যত দেখল তত কহহি ন পারিয় ছয় অনুপম এক ঠামা ।। ১ ।।
হরিণ ইন্দু অরবিন্দ করিণী হিম পিক বুঝ অনুমানি ।। ২ ।।
নয়ন বয়ন পরিমল গতি তনুরুচি অও অতি সুললিত বাণী ।। ৩ ।।
কুচযুগ পর চিকুর ফুজি পসরল তা অরুঝালয়ে হারা ।। ৪ ।।
জনি সুমেরু উপর মিলি উগল চাঁদ বিহুন সবে তারা ।। ৫ ।।
লোল কপোল ললিত মাল কুণ্ডল অধরবিম্ব অধ যাই ।। ৬ ।।
ভোঁই ভ্রমর-নাসাপুট সুন্দর সে দেখি কীর লজাই ।। ৭ ।।
ভণই বিদ্যাপতি সে বর নাগরী আন ন পাবএ কই ।। ৮ ।।
কংসদলন নরায়ণ সুন্দর তসু রঙ্গিণী পএ হোই ।। ৯ ।।
Leave a Reply