(শ্রীরাধার বয়ঃসন্ধি)
আওল যৌবন শৈশব গেল ।
চরণচপলতা লোচন লেল ।। ১ ।।
করু দুহু লোচন দূতক কাজ ।
হাস গোপত ভেল উপজল লাজ ।। ২ ।।
অব অনুখণ দেই আঁচরে হাত ।
সগর বচন কহু নত কয়ে মাথ ।। ৩ ।।
কটিক গৌরব পাওল নিতম্ব ।
চলইতে সহচরী কর অবলম্ব ।। ৪ ।।
হম অবধারল শুন বরকান ।
শুনই অব তুহুঁ করহ বিধান ।। ৫ ।।
বিদ্যাপতি কবি ইহ রস জানে ।
রাজা শিবসিংহ লছিমা পরমাণে ।। ৬ ।।
Leave a Reply