বারো মাসে তেরো ফুল ফোটে
বছরে ফোটে হোলা
সই না যাইও যমুনার জলে
তোমরা না যাইও না যাইও
না যাইও সইরে ওই না যমুনার জলে
পূর্ববর্তী:
« প্রাণ সখিরে বাবলা বনের ধারে ধারে
« প্রাণ সখিরে বাবলা বনের ধারে ধারে
পরবর্তী:
ভাদু আমার গরবিনী, ওগো আমার ভাদুমণি »
ভাদু আমার গরবিনী, ওগো আমার ভাদুমণি »
ইনামএজাজুল হক
যে ঘাটে ভরিব আরো জল (২)
আরে সেই ঘাটে কানাইয়া সই (২) ।।
নন্দের বেটা চিকন আরো কালা (২)
কালা দিলেম বিষম জ্বালা সই (২) ।।
কদম গাছে হেলানিরে দিয়া (২)
কালা বাজায় বাঁশি সই।।