গাছের পাতার মত স্মৃতির পাতা কেন ঝরে পড়ে না
কত কথা ভুলে যাই, তোমার কথা কেনো ভুলতে পারি না
আশা ছিল বাঁধি ঘর দুজনে মিলে
ব্যথা হল সাথী মোর বিরহ দিলে
চলে গেছো বলোনি পিছু ফিরে দেখোনি
ভুল করে কখনো খুঁজে নিলে না
ঝরে যদি কিছু জল চোখেরই নীলে
চলে এসো পাবে ঠাঁই মনেরই ঝিলে
আমি আছি ভুলিনি অভিযোগ করিনি
মন থেকে দিয়ে যাই শুভ কামনা
—————
কথা : মিলন খান
সুর : প্রণব ঘোষ
কণ্ঠ : তপন চৌধুরী
Leave a Reply