আমার গহন বুকে
তারে লুকিয়ে রাখি
তাকে নিয়ে অধরা
শুধু স্বপ্ন আঁকি
তার জানা হলো না
তাকে বলা হলো না
সে ছাড়া আমি যে এক
ডানাভাঙা পাখী
চারপাশে যা কিছু সবই
মনে হয় যেন তার
হাসি মাখা ছবি
সে ছবির সাথে কথা বলে
তাকে (?)
আমি একা একা জেগে থাকি
সে ছাড়া আমি যে এক
ডানাভাঙা পাখী
আমার গহন বুকে
তারে লুকিয়ে রাখি
জীবনের যা কিছু স্মৃতি
বুকে রাখা আছে যত
(?)
সেই স্মৃতির সাথে
না বলা কথা বলে
আমি বিভোর হয়ে থাকি
————————-
কুমার বিশ্বজিত
Leave a Reply