ও তুই যতই জ্বালা দিসরে কালা
ততই বাড়ে প্রেম স্বাধ
তোর লাইগা বেহায়া মনটা
করে যে উৎপাত,
শোন বলি গো প্রাণনাথ
তোর লাইগা বেহায়া মনটা করে যে উৎপাত
তুই যতই ব্যাথা দিয়েছিস নিঠুর
ব্যাথার পরিবর্তে আমার লেগেছে মধুর
যেমন প্রভুর দাড় ছাড়েনা কুকুর
যতই করুক বেত্রাঘাত
তোর লাইগা বেহায়া মনটা করেযে উৎপাত
শোন বলিরে প্রাণনাথ
তোরলাইগা বেহায়া মনটা করেযে উৎপাত
বেহায়া মন আমার… বেহায়া মন…
————-
শামসুল হক চিশতি (চিশতি বাউল)
Leave a Reply