মায় যে আমার কত কাছে রয়
হঠাতে পাইলে আঘাত মা শব্দটি মুখে হয়।।
এক মা আমার হয় মা খাকি, যার কোলে পেয়েছি স্থিতি,
এক মা আমার স্বরস্বতী, আল জিহ্বাতে সদায় রয়
এক মা হয় গর্ভধারিনী, দশ মাস রেখেছেন যদিনি
মা আমার জনম দুখিনী, অতি কষ্টে সন্তান লয়।।
এত কষ্ট মায়ে পাইয়া, শান্ত হন মা ডাক শুনিয়া।।
সেই মাকে আছি ভুলিয়া,নাজানি কি শেষে হয়।
পুত্র যদি রয় বিদেশে, মায়ের চোখের জলে বুক ভাসে
পুত্র আমার কেমন আছে,ঘুরে মায়ে সংবাদ লয়।।
বিদেশে গিয়া দুঃখ পাইয়া,শান্ত হয় প্রাণ মা ডাকিয়া
রজ্জবেতাই কয় ভাবিয়া,মা বিনে কেউ বান্ধব নয়।।
Leave a Reply