রাত্রি শেষে ভোরে এমন কে গাহিল গান।
কোকিলের মধুর সুরে আকুল করে প্রাণ।।
কোকিল ডেকেছে ডালে, কূল বধু যাচ্ছে জলে
মিনারে উঠে বিল্লাল,ফুকিল আজান।
ফুটেছে ফুল নানা জাতি, শেফালিকা আর মালতী,
কাল ঘুমে তোর হলো ক্ষতি, নিলে কই সুঘ্রাণ।
পশু পাখি ছিল যত,ঘুম হতে জাগ্রত
তুই কেন মন অবিরত রহিলি পাষাণ।।
এ দিন যদি যায়রে হেলায়, কাঁদলে কি হয় শেষের বেলায়,
দেওয়ান রজ্জবের এ অসময় নিশি অবসান।।
Leave a Reply