ওরে নিশি তুমি কেন নিষ্ঠুর সাজিলে
এ বিশ্ব রাখিয়ে ঘুমে কোথায় চলিলে।।
তুমি ছিলে কোথায়, যাবে কোথায়, কোথায় হতে এলে হেথায়
যাও কি তুমি সেই মদিনায়, যেথায় রাসুল।
যাও কি তুমি নবীর দেশে, সারা বিশ্ব যার উদ্দেশ্যে
মোর ছালাম কইও তাঁর কাছে, অভাগা বলে।।
শোন ওগো সুখের নিশি, তোমায় বড় ভালোবাসি
তোমায় নিয়ে দিবা নিশি, থাকতাম নিরলে।
এই নিশিতে সুযোগ পাইয়া, মেরাজেতে যায় চলিয়া
দিদার পাইল তোমায় নিয়া, তোমারই কোলে।
(খোদার) আঠারো হাজার আলম, ঘুমে আজ রয়েছে মগন
তাই রজ্জবে কয় চল এখন,সাধন নিরলে।।
Leave a Reply