মা আমেনার কোলের মাঝে ভাসল এসে কে।
এ বিশ্ব ভুবনে আজি চাহি যাহাকে।
এ বেশ কোথায় ছিল কে আনিল, আঁধারে দিয়েছে আলো
পাগল করে গেল পলকে গোলক।
মায়ের কোলে জনম নিয়া, মাকে ছেড়ে চলে গিয়া
মায়ের বুকে দুধ না খাইয়া, খায় অন্যের বুকে।
কলেমার বানী দিয়া জগতকে গেল মাতাইয়া
চার যুগে এক নাম ধরিয়া দোলে উঠলেন মায়ের কোলে।
দিয়ে তাহার নামের ধ্বনি তরে গেল কত প্রাণী
অকুল কুল দিলেন যিনি, তিনি ছিলেন কে
মক্কাতে সে উদয় হলে মদিনার নাম প্রকাশিলে
রজ্জব কয় কোন কৌশলে চিনি তাহাকে
Leave a Reply