পড় লাইলাহা ইল্লাল্লাহু নকসা যার আছে দীলে ।
আল্লাহ হক রাছুলুল্লাহ সঙ্গেতে মিলে ।।
চাপা জবা মালতী আরো ফুটে গোলাপ ফুল।
সে ফুলে বাস করেছে আমারই দ্বীনের রাছুল।
তারে জানরে মকবুল গিয়ে করহে কবুল
যেমন ভ্রমর হয়ে উড়ে বসে মধুর আশে সেই ফুলে।
দিবা রাত্র চব্বিশ ঘন্টায় নাসিকাতে আসে যায়
একুশ হাজার ছয় শতবার একবার মন চেন তাহায়
হু শব্দ কর ঠিকানা দেখবে সোনার মদিনা
তবে পাইলে পাইতে পার তোমার আধার ঘর রৌশন হলে।
আলেপ, লাম, হে অক্ষরে তিন শব্দে বাজাও বীনা।
দীন হীন রজ্জবে কয় দেখবে মক্কা মদিনা
তোর দীলের আঁধার রবে না, তোর ঘুচবে মনের যন্ত্রনা।
এইবার পাইলে পাইতে পার, গুরুর আত্নায় আত্না মিশিলে।
Leave a Reply