পূবাল হাওয়া যাওরে বইয়া মদিনার কূলে
এই অভাগার ছালাম কইও নবীর দেখা পেলে।
পূ্বাল হাওয়া পশ্চিমে যাও মদিনা প্রান্তরে
আমার যাওয়ার কথা ছিল দেখব বলে তারে
সে আশা মোর বৃথা হল, পইড়া মায়া জালে।
আশার কূলে বসে কান্দি কর্মে ছিল লেখা
উইড়া
উইড়া যাইয়া করব দেখা, বিধি দেয় নাই পাখা
দিলে পাখা করতাম দেখা যথা সে রাছুল
এইখানে না হইলে দেখা, পাব কি সেইখানে
দিবা নিশি ঐ ভাবনা রইল আমার মনে
রজ্জব কয় সকল সময় পাই যেন ডাকিলে
Leave a Reply